গোয়াইনঘাটে মনির উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৯:০০:৪৯ অপরাহ্ন

জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব। শীত বাড়ার সাথে সাথে সুবিধাবঞ্চিত মানুষের কষ্টও কয়েকগুণ বেড়ে যায়। তাই আর্ত মানবতার কল্যাণে সবাইকে সাধ্যমত এগিয়ে আসতে হবে। তাহলে হতদরিদ্র মানুষগুলো একটু উষ্ণতা পাবে।
তিনি বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলায় নন্দিরগাঁও ইউনিয়নের দশগাঁও নোয়গাও স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে শেখ মনির উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে এলাকার ৫ শতাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নোয়াগাঁও কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা নেছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ গয়াস উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আমিন, সদস্য সৈয়দ হেলাল আহমেদ বাদশাহ ও যুগ্ম সম্পাদক হারুন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি




