হবিগঞ্জ সীমান্তে বিজিবির কোটি টাকার ভারতীয় পণ্য ও অস্ত্র জব্দ
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ৯:১১:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের সীমান্ত এলাকায় বাংলাদেশ অভ্যন্তর থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, ওষুধ, গরু, ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্র (হাসুয়া) জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ২৭ হাজার ৩৫০ টাকা। হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান শুক্রবার রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সীমান্তে নিয়মিত তৎপরতা ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে উক্ত অভিযান সফল হয়েছে। জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।
৫৫ বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫৫ বিজিবির ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল জেলার মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া রোডে সীমান্ত থেকে ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহজনক মিনি ট্রাক ও একটি মিনি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স যেমন ক্লোপজি ক্রিম, বডি লোশন, ফেসওয়াশ, ফেস পাউডার, রং ফর্সাকারী নিম্নমানের ক্রিম এবং বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের মূল্য প্রায় এক কোটি ১৪ লাখ টাকার বেশি।
এছাড়া একই দিনে বিকেলে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল চলাকালে বিজিবির অভিযানে ভারতীয় গরু, ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্র (হাসুয়া) জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৭৩ হাজার ৮৫০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এই অঞ্চলে নিয়মিত অভিযান, নজরদারি ও তৎপরতা বৃদ্ধির মাধ্যমে চোরাচালান রোধে কাজ করছে। অভিযান শেষে জব্দকৃত পণ্য যথাযথ আইনগত প্রক্রিয়ায় কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে।





