শায়েস্তাগঞ্জে ইকরা ক্যাডেট কেয়ারের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৬, ৭:০৭:৪১ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে ইকরা ক্যাডেট কেয়ার স্কুলে বুধবার শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় শিখন শেখানো কলা কৌশল, শ্রেণি ব্যবস্থাপনা, শিশুদের শারীরিক-মানসিক বিকাশ, শাস্তি সংক্রান্ত আইন ও বিধি বিধান বিষয়ে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মাস্টার ট্রেইনার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জৈন্তাপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মতিন, কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার ট্রেইনার আবিদ হাসান। কর্মশালা উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান বাবুল। কর্মশালায় স্কুলের ১০ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।





