সিলেট চেম্বারে ‘ফ্যাশন ডিজাইনিং’ বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৬, ৮:০৪:৪৯ অপরাহ্ন

এসএমই ফাউন্ডেশন ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে ‘ফ্যাশন ডিজাইনিং’ বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান ৩ জানুয়ারি ২০২৬ শনিবার, সকাল সাড়ে ১০টায় চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সিলেট চেম্বারের নির্বাহী সচিব মোঃ গোলাম আক্তার ফারুক বলেন, এসএমই খাতগুলোর মধ্যে ফ্যাশন ডিজাইনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চাহিদাসম্পন্ন খাত। এ খাতে প্রশিক্ষণ গ্রহণ করে অনেক উদ্যোক্তা প্রতিষ্ঠিত হয়েছেন। এ খাতে কম পুঁজি বিনিয়োগের মাধ্যমে অধিক লাভবান হওয়া যায়। বিশেষ করে পর্যটন নগরী এবং প্রবাসী অধ্যূষিত অঞ্চল হিসেবে সিলেটের প্রেক্ষাপটে এ খাতটি অত্যন্ত সম্ভাবনাময়। নিত্যনতুন ডিজাইনের কাপড় উৎপাদন করে এখান থেকে উদ্যোক্তারা তা সরাসরি যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করতে পারেন।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের উপ-নির্বাহী সচিব সানু উদ্দিন রুবেল ও মোঃ আজিজুর রহিম খান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী, এক্সিকিউটিভ অফিসার সাঈদ খান আকাশ, মোঃ ইমরান হোসেন এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।





