সিলেটের মনোনয়ন বাতিল হওয়া ৩৬ প্রার্থীর আপিল যুদ্ধ শুরু
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ৯:০০:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মনোনয়নপত্র জমা, বাছাইয়ের পর এবার আপিল যুদ্ধে নেমেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি আসনের মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। সিলেট বিভাগের ৪টি জেলার ১৯টি আসনে ১৪৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও বাছাইয়েরে ১১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এসময় বিভিন্ন কারণে ৩৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
তবে এবার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল জমা দিতে বাতিল হওয়া প্রার্থীরা সোমবার (৫ জানুয়ারি) থেকে প্রস্তুতি ও যোগাযোগ শুরু করেছেন। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের ৩০০ সংসদীয় আসনে মোট ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি মনোনয়ন বাতিল হয়েছে। রোববার রাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়।
কমিশনের নির্দেশনা অনুযায়ী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের ৬ নম্বর বুথে আপিল জমা দিতে পারবেন। আপিল জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৬ নম্বর বুথ নির্ধারিত সিলেট অঞ্চলের ৪ জেলার জন্য।
আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করবে বলে নির্বাচন কমিশন সূত্র নিশ্চিত করেছে। কমিশনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আপিল দায়েরের ক্ষেত্রে সংক্ষুব্ধ প্রার্থী নিজে বা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান, কিংবা প্রার্থীর লিখিত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি আবেদন করতে পারবেন।
কমিশন জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ জানুয়ারি হতে ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন বাতিল ও গ্রহণ আদেশের বিরুদ্ধে আপিল জমা নেওয়া হবে।





