দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি : জামায়াত
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ৯:১১:৩৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। প্রশাসন একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে- এমন অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব অভিমত ব্যক্ত করা হয়।
দলের আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে নায়েবে আমীর ও সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এতে বলা হয়, কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ এসেছে। বিভিন্ন স্থানে এখনও প্রকাশ্যে দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে।
জামায়াতের নির্বাহী পরিষদ মনে করে, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। তাই দেড় হাজার শহীদ, ৩০ হাজারের বেশি আহত ও পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশকে কোনও ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র বা কোনও গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না।
নির্বাচন কমিশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা নিয়ে এবং বিশেষ কোনও দলের দিকে ঝুঁকে না পড়ে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
এছাড়া অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি করার জন্য কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে জামায়াতের নির্বাহী পরিষদ।




