নবীগঞ্জে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রিতে জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৬, ৭:১০:১২ অপরাহ্ন
নবীগঞ্জ প্রতিনিধি : সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি ও অতিরিক্ত মজুদের দায়ে নবীগঞ্জ উপজেলার দুইজন ডিস্ট্রিবিউটরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার বিকেল ৫টা থেকে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। অভিযানে এলপিজি গ্যাসের সরবরাহ, মজুদ ও মূল্য তালিকা সংক্রান্ত বিষয়াদি সরেজমিনে যাচাই করা হয়। যাচাইকালে দেখা যায়, সরকার কর্তৃক নির্ধারিত ১২ কেজি এলপিজি গ্যাসের মূল্য ১ হাজার ৩০৬ টাকা নির্ধারিত থাকলেও গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। পাশাপাশি নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ করে রাখা হয়েছে। এ অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ইমামবাড়ি বাজারের রহিমা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং আউশকান্দি বাজারের একতা ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসন জানিয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





