পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লীগে জয় পেয়েছে ইয়ুথ সেন্টার ক্লাব
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৮:৪৪:২৮ অপরাহ্ন

সিলেট জেলা স্টেডিয়ামে চলমান ‘পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লীগ এর সোমবার খেলায় ইয়ুথ সেন্টার ক্লাব ৭ উইকেটে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রকে হারিয়ে বিজয়ী হয়। ইয়ুথ সেন্টার ক্লাব টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে ৪০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের পক্ষে ইমন ৩৭ রান, শাকিল ২৮ রান ও সুমন আহমেদ ১৬ রান সংগ্রহ করেন এবং ইয়ুথ সেন্টার ক্লাবের পক্ষে শামিম ৪ উইকেট, আমিনুল ৩ উইকেট, রাতুল ২ উইকেট ও রায়হান আহমেদ ১টি উইকেট লাভ করেন। পক্ষান্তরে ইয়ুথ সেন্টার ক্লাব ২৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। ইয়ুথ সেন্টার ক্লাবের পক্ষে লিমন তালুকদার ৭০ বলে ৫৬ রান, দিপন ৪৪ রান সংগ্রহ করেন এবং বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের পক্ষে সাদমান ০২ উইকেট ও অমিত ১ উইকেট লাভ করেন।
ম্যাচ পরবর্তী প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক ও প্লেয়ার অব দ্যা ম্যাচ প্রাইজমানি প্রদান করেন সাবেক ক্রিকেটার ও হিলটন ক্লাবের সাধারণ সম্পাদক সুমাত নুরী চৌধুরী জুয়েল। ম্যাচে প্লেয়ার অব দ্যা ম্যাচ মনোনীত হন ইয়ুথ সেন্টার ক্লাব এর খেলোয়াড় লিমন তালুকদার (৭০ বলে ৫৬ রান)।
আজকের খেলা: বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র বনাম ওয়ান্ডারার্স ক্লাব। বিজ্ঞপ্তি




