মালয়েশিয়ায় বাংলাদেশি কোম্পানি পরিচালককে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৬:৫০:৫৭ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় জাল লেটার অব অ্যাওয়ার্ড (এলওএ) দাখিলের দায়ে এক বাংলাদেশি কোম্পানি পরিচালককে ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানায়, মঙ্গলবার কুয়ালালামপুর সেশন কোর্টের বিচারক সুজানা হুসিন এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ জাসিম (৪৩)। তিনি একটি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের পরিচালক এবং পাঁচ সন্তানের জনক।
আদালতে উপস্থাপিত অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর মোহাম্মদ জাসিম মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পুত্রজায়া এনফোর্সমেন্ট ডিভিশনে লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম (আরটিকে ২.০)-এর আওতায় আবেদন করার সময় একটি জাল এলওএ দাখিল করেন। ওই নথিতে কুয়ালালামপুরের জালান তুন রাজাক এলাকায় একটি কন্ডোমিনিয়ামে সংস্কার কাজের প্রকল্প দেখানো হয়, যা বাস্তবে ছিল না।
এই ঘটনায় মোহাম্মদ জাসিমের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৪৭১ ধারায় মামলা করা হয়, যেখানে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। সব দিক বিবেচনায় নিয়ে আদালত মোহাম্মদ জাসিমকে ৫০ হাজার রিঙ্গিত জরিমানা এবং অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।




