বড়লেখায় গণভোট উদ্বুদ্ধকরণ সভা
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৬:৫৭:০৪ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও গালিব চৌধুরী।
গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ইউএনও বলেন, রাষ্ট্রের ও জনগণের কল্যাণ, বিরোধী দলের মতামতের মূল্যায়ন, ইচ্ছমতো সংবিধান সংশোধন প্রতিরোধ, প্রয়োজনীয় সংস্কার ও সার্বিক পরিবর্তন আনতে হলে ‘হ্যাঁ’-কে আমাদের সমর্থন করতে হবে। দেশটাতো শুধু সরকার দলের একার নয়, বিরোধী দলেরও যৌক্তিক কথার গুরুত্ব দিতে হবে। দেশের মঙ্গলের জন্য সরকারি দল ও বিরোধী দল উভয়কে এক টেবিলে বসে দেশের স্বার্থে জনগণের স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে। তখনই দেশে মঙ্গল আসতে পারে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ কথা হচ্ছে আসন্ন গণভোটে দেশবাসি সঠিক সিদ্ধান্ত নিলে দেশ এগুবে, নতুবা অনেক দূর পিছিয়ে পড়বে।
প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নœুর সভাপতিত্বে সহকারি শিক্ষক সুমন চক্রবর্তী ও মো. এবাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য কয়েছ আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্কুলের শিক্ষার্থী অভিভাবক আব্দুল মালিক, কবি জয়নাল আবেদীন, তাজুল ইসলাম, দুলাল আহমদ, সহকারি শিক্ষক আনন্দ মোহন রায় প্রমুখ।





