মোগলাবাজারে উদ্দীপ্ত তরুণ সংঘের ফ্রী ব্লাড ক্যাম্পেইন
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৩, ৭:৪০:১৯ অপরাহ্ন
‘চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে’ স্লোগানকে সামনে রেখে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে উদ্দীপ্ত তরুণ সংঘের আয়োজনে ফ্রী ব্লাড ক্যাম্পেইনে অনুষ্ঠিত হয়ছে। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার মোগলাবাজারে ফ্রী ব্লাড ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ফ্রী ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠানে উদ্দীপ্ত তরুণ সংঘের আজীবন সদস্য সাহান আহমেদের সঞ্চালনায় ও সভাপতি বদরুল ইসলাম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা এম.এ.লাকি, নিজাম উদ্দিন, আজীবন সদস্য দিলওয়ার হোসাইন, সামসুল ইসলাম দলা, সুহেব আহমদ, সায়েস্তা আহমদ, সাহান আহমদ, সুজন আহমদ, আব্দুল ওয়াহিদ, মন্জুর আহমদ, তারেক আহমদ, রাজু আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি