শ্রীমঙ্গলে গণধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ৭:০২:২২ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে গণধর্ষণ মামলায় দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার এক প্রেসবিজ্ঞপ্তিতে জেলা পুলিশের বিশেষ শাখা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে। গ্রেফতারকৃতরা হলো, শ্রীমঙ্গল থানার নওয়াগাঁও এলাকার আদর কর এর পুত্র মিন্টু কর (২০) ও একই গ্রামের পরেশ কর এর পুত্র পলাশ কর (২২)।
পুলিশসূত্র জানায়, বয়োজ্যেষ্ঠ মহিলা (৬৫) রোববার দুপুর দুইটায় শ্রীমঙ্গল থানার ৮নং কালীঘাট ইউনিয়নের অন্তর্গত জাগছড়া চা বাগান সংলগ্ন ছড়ার পানিতে গোসল করতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা মিটু কর ও পলাশ কর বয়স্ক মহিলাকে জোরপূর্বক ছড়ার ব্রীজের নিচের শুকনা বালির উপর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ওই মহিলার ছেলে বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা রুজু হওয়ার পর পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত দু’জনকে সোমবার যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।