যুব উন্নয়ন অধিদপ্তরের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৫:৫৮:০৭ অপরাহ্ন
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোগে সিলেট জেলার কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠক ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা শনিবার বিকালে নগরীর টিলাগড়স্থ যুব ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা’র পরিচালক (প্রশাসন) মোঃ আব্দুল হামিদ খান বলেন, বেকার যুবকরা চাকরি না পেলে যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ নিয়ে নিজেই নিজের কর্মসংস্থান তৈরির সুযোগ দিচ্ছে সরকার। প্রশিক্ষণার্থী এসব যুবকরা তাদের দক্ষতা কাজে লাগিয়ে প্রকল্প স্থাপন করে নিজের কর্ম নিজেই তৈরির পাশাপাশি অন্য বেকার যুবদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরী করে দিচ্ছে।
যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা’র পরিচালক অর্থ মোঃ আব্দুর রেজ্জাক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটর উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম শামীম, যুব প্রশিক্ষণ কেন্দ্র সিলেটের কো-অর্ডিনেটর এস এম ইমরুজ এরশাদ।
কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি সভাপতি ও সংগঠক জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা মোঃ নজরুল ইসলাম, হলি আর্ট যুব উন্নয়ন সংস্থা’র সভাপতি আশফাক উদ্দিন আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান, মোঃ আমান উল্লাহ দর্জি ও মোঃ সাইফুল ইসলাম, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা শাহিদা বেগম, দক্ষিণ সুরমা নারী উন্নয়ন সংস্থর সভাপতি তাহমিনা সুলতানা, সিলেট আলোকিত যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শারমিন কবির, আত্মকর্মী মোঃ নিজাম উদ্দিন, মোঃ রেজাউল করিম ও টিপু সুলতান, ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আহমদ কাওছার, সিলেট যুব উন্নয়ন পরিষদের সহ সভাপতি সোনিয়া আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা জান্নাত তুলি, দেশ যুব সংগঠন সিলেটের সভাপতি মোঃ কামাল, আলোকবর্তিকা মানব কল্যাণ সংস্থা’র সভাপতি সালেহা বেগম, সাদা পাথর ইঞ্জিন চালিত যুব সমিতির সভাপতি মোঃ আফছর উদ্দিন প্রমুখ। এছাড়াও সিলেট জেলার ১৩টি উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সংগঠক, আত্মকর্মী, যুব উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি