লামাকাজী সিএনজি শাখা উপ-কমিটির শ্রমিক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৩, ৬:৫৯:৩৮ অপরাহ্ন
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া শ্রমিকদের উন্নয়ন আর কেউ করে নি। জনগণের বন্ধু ছিলেন বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কাজ করছেন শ্রমিকের উন্নয়নে।
লামাকাজী সিএনজি শাখা-৭০৭ উপ-কমিটির উদ্যোগে শ্রমিক সমাবেশে রোববার সন্ধ্যায় লামাকাজী পয়েন্টে প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও আরশ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মখদ্দুস আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনজিত চন্দ্র ধর, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান আরশ আলী গণি, সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, ডা. শাহানুর হোসাইন, ফয়সল আহমদ, এনামুল হক, বিশ্বনাথ উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি কাউন্সিলর ফজর আলী, লামাকাজি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক অরবিন্দু পাল, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর নূর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, অতুল দেব প্রমুখ। বিজ্ঞপ্তি