ছাত্র জনতার বিপ্লবে পথহারা বাংলাদেশ ফিরে এসেছে: ওল্ডহামে ডাঃ শফিক
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৪, ৫:১১:০৩ অপরাহ্ন
দিলওয়ার হোসাইন শিবলী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান এর যুক্তরাজ্যের ওল্ডহামে বিপুল সংখ্যক প্রবাসী নেতা-কর্মী এবং শুভাকাংখিকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গঠনের আহবান জানান। কি বলেন, ২৮শে অক্টোবর লগি বৈঠার তান্ডবের মাধ্যমে বাংলাদেশ পথ হারা হয়েছিল, ছাত্র জনতার বিপ্লবে তা এখন ফিরে এসেছে।
তিনি জামায়াতে ইসলামীর কার্যক্রম পর্যবেক্ষণ করতে সবার প্রতি আহবান জানিয়ে বলেন, এমন কোন কাজ যদি দুনিয়া ও আখেরাতে ক্ষতিগ্রস্থের কারণ হয়, দেশ ও জাতি ক্ষতিগ্রস্থ হয়, তাহলে সংশোধনের উদ্দেশ্য উত্তম পরামর্শ আপনারা দিবেন।
ওল্ডহামের গ্রান্ড ভেন্যু বাংকুইটিং হলে র্দীঘ বক্তৃতা এবং প্রশ্নোত্তর পর্ব গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন উপস্থিত ৬ শতাধিক শ্রোতাবৃন্দ ।
গত মঙ্গলবার নর্থ ইংল্যান্ডের ওল্ডহাম শহরের একটি কমিউনিটি সেন্টারে মাওলানা নোমান আহমেদ এর সভাপতিত্বে এবং সৈয়দ বদরুল আলম, সারওয়ার হোসাইন সুজন ও নুরুল আমিন তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ইমরান আহমেদ চৌধুরী এবং সঙ্গীত পরিবেশন করে নর্থ কালচ্যারাল গ্রুপের সদস্যরা।
সমাবেশে আরো বক্তব্য রাখেন ডাঃ রেদওয়ানুর রহমান, শিক্ষাবিদ ড. দিলদার চৌধুরী, আতিকুর রহমান জিলু, সৈয়দ জামিরুল ইসলাম বাবু, আনোয়ার আলী জিতু এবং জাহিদুল ইসলাম।
উপস্থিত প্রবাসী নেতা-কর্মীরাও মতামত ব্যক্তকরেন যে, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন এবং ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের মাধ্যমেই, ‘জেনারেশন জেড’ কর্তৃক অর্জিত বিপ্লব স্বার্থক হবে।