গোলাপগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৪, ৬:১৮:৪৩ অপরাহ্ন
নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে মানুষের বিনামূল্যে চিকিৎসা প্রাপ্তির পূর্ণাঙ্গ নিশ্চয়তা এখনো হয়নি। আর্থিক কারণে চাইলেও সেটা হয় না। এর জন্য বেসরকারি উদ্যোগে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিলেটের গোলাপগঞ্জের সুনামপুর-ইসলামপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ তেরা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট এর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সুনামপুর-ইসলামপুর এলাকার যুব সমাজের তত্ত্বাবধানে সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্রি মেডিকেল ক্যাম্প এর কনভেনার ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ এর অর্থোপেডিক্স বিভাগের মেডিকেল অফিসার ডা: মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মরহুম মো: তেরা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো: শাহিনুর রেজা। ফ্রি মেডিকেল ক্যাম্পে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল এর এসিস্ট্যান্ট ডিরেক্টর ডাঃ মুনতাসীর আলম রাহিমীসহ ও বিভিন্ন বিভাগের ৪০ জন ডাক্তার চিকিৎসাসেবা প্রদান করেন।
এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান উজ্জল, গ্রামের মুরব্বি নুরচান্দ আলী, ফারুক উদ্দিন, রফিক উদ্দিন, নানু মিয়া, রেশম উদ্দিন, খলিলুর রহমান, সুনামপুর ইসলামপুর যুব সমাজের পক্ষে দুলাল আহমেদ ইয়াহিয়া, শফিক উদ্দিন, জাকারিয়া আহমেদ, ইসলাম উদ্দিন, মালিক, কবির উদ্দিন, পারবভেজ আহমদ, কামরুল ইসলাম, শামিম আহমেদ, সাব উদ্দিন, সুহেদ আহমদ, মনোয়ার হোসেন, সারুল ইসলাম ও বদরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি