বাংলাদেশে শিক্ষানবিশ ব্যবস্থা বিষয়ক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৪, ৭:১০:৪২ অপরাহ্ন
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) এর উদ্যোগে এবং সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় ‘বাংলাদেশে শিক্ষানবিশ ব্যবস্থা’ বিষয়ক কর্মশালা সোমবার চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
বিইএফ এর যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এর পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষানবিশ প্রশিক্ষণ ব্যবস্থা বর্তমানে সারাবিশ্বে জনপ্রিয় একটি বিষয়। তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তুলতে শিক্ষানবিশ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে আমাদের দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ, যারা শ্রমবাজারে প্রবেশ করতে প্রস্তুত। কিন্তু তাদের জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, আধুনিক জ্ঞান এবং প্রাসঙ্গিক দক্ষতা। শিক্ষানবিশ ব্যবস্থা ঠিক এই জায়গাতেই কার্যকর ভূমিকা রাখতে সক্ষম, কারণ এটি তরুণদের হাতে-কলমে কাজ শেখার সুযোগ দেয় এবং সরাসরি কর্মক্ষেত্রের বাস্তব চ্যালেঞ্জের সঙ্গে পরিচয় করায়।
বিইএফ এর যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব বলেন, বাংলাদেশে সর্বপ্রথম ১৯৬২ সালে শিক্ষানবিশ অধ্যাদেশ পাশ হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে এটি পরিবর্তন, পরিবর্ধন হয়েছে। বর্তমানে বাংলাদেশে শিক্ষানবিশের বয়সসীমা ১৭ থেকে ৩০ বছর এবং শিক্ষানবিশ কাল সর্বনি¤œ ৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত। তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষানবিশ হিসেবে কর্মরত কর্মীরা ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট এন্ড ট্রেইনিং (বিএমইটি) থেকে শিক্ষানবিশ সার্টিফিকেট গ্রহণ করতে পারেন এবং পরবর্তীতে ন্যাশনাল স্কীল সার্টিফিকেট গ্রহণ করতে পারেন, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সনদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথ, হেলাল উদ্দিন আহমেদ, টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর প্রিন্সিপাল হেলাল উদ্দিন আহমেদ, সিলেট সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইন্সট্রাক্টর রতন কুমার সেন, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, উপ সচিব সানু উদ্দিন রুবেল, মোঃ আজিজুর রহিম খান ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি