বার্লিনে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৪, ৮:৪১:৩০ অপরাহ্ন
জার্মানির বার্লিনে জাতীয় বিপ্লব ও সংগতি দিবস এ উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জার্মানির শাখা। সোমবার সন্ধ্যা ৬ টায় বার্লিনের স্থানীয় হলে এই সভা অনুষ্ঠিত হয়। জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়ার সভাপতিত্বে ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। প্রধান বক্তা ছিলেন জার্মান বিএনপির সাধারণ সম্পাদক গনি সরকার।
বিশেষ অতিথি ছিলেন জার্মান বিএনপির সহ সভাপতি অপু চৌধুরী, সাইফুল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর আলম বাবলি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরীয়ত খান মিঠু, প্রকাশনা বিষয়ক সম্পাদক আবিরুল ইসলাম ইমন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির।
এছাড়াও উপস্থিত ছিলেন জার্মান যুবদলের নেতা, আনহার মিয়া, আব্দুল হান্নান রুহেল, একরাম, রেদওয়ান আহমদ, জার্মান স্বেচ্ছা সেবক দলের নেতা, শফিকুল ইসলাম সাগর, শোয়েব,সাঈদ, শাফায়াত হোসেন সাব্বির, রফিকুল ইসলাম, সাগর আহমদ, আবু তাহের প্রমুখ। সভার শেষে বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ছাত্র-জনতার অভ্যুত্থান নিহত সকল শহীদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি