লিডিং ইউনিভার্সিটিতে সীরাত কনফারেন্স
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৪, ৭:০৭:৩১ অপরাহ্ন
‘সীরাতের আলো ঝলকে উঠুক সবার মনে, ইসলামি সংস্কৃতি ছড়িয়ে পরুক সব প্রাণে’ এই প্রতিপাদ্যে লিডিং ইউনিভার্সিটি ইসলামিক কালচারাল ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে সীরাত কনফারেন্স ও নাশিদ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাংস্কৃতিক বিকাশ ও পুনর্গঠনে মহানবীর (স.) জীবনাদর্শ নিয়ে কী-নোট স্পিকার হিসেবে আলোচনা করেন সেন্টার ফর ইসলামিক থটস এন্ড স্টাডিজ ঢাকা এর প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ মুসা আল হাফিজ।
তিনি বলেন, মহানবী (স.) হচ্ছেন বিশ্বমানবতার মুক্তির দিশারি। তার জীবনের প্রতিটি পর্যায় মানবতার জন্য আলোকবর্তিকা। জন্ম থেকে শৈশব, কৈশোর থেকে যৌবন- জীবনের যে কোনো স্তরে তিনি ছিলেন আদর্শের ধারক। শুধু নব্যুয়তি জীবনই নয়, নব্যুয়তপূর্ব জীবনে রাসুল (স.) আদর্শের যে নমুনা স্থাপন করেছেন, তা কেয়ামত পর্যন্ত পৃথিবীর সকল মানুষের জন্য, সত্য ধারণে উর্বর হৃদয়ের জন্য অদ্বিতীয় আলোর উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে আদর্শ সমাজ বিনির্মাণে মহানবী (স.) ভূমিকা ও আমাদের করণীয় বিষয়ে আলোচনা পেশ করেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফর রহমান হুমাইদি। তারুণ্যের বিকাশ ও ক্যারিয়ার গঠনে মহানবী (স.) এর আদর্শ নিয়ে বক্তব্য পেশ করেন শাহজালাল দারুস্সুন্নাত ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা কুতবুল আলম। লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।
কবি মীম সুফিয়ানের উপস্থাপনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাফেজ ওলিউর রহমান এবং নাশীদ পরিবেশন করেন একই বিভাগের শিক্ষার্থী জামেউর রহমান।সীরাত কনফারেন্স ও নাশীদ প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন রুমেল এম.এস. রহমান পীর এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান। বিজ্ঞপ্তি