সুরমা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৪, ৮:০১:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর সুরমা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে নগরীর উপশহর সংলগ্ন শাহজালাল সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ। মৃতব্যক্তির আনুমানিক বয়স (৪০)।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে শাহজালাল সেতুর নিচ থেক মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অনেক আগেই তার মৃত্যু হয়েছে। তার পরিচয় শনাক্ত করা যায়নি। অনেকটা কঙ্কালের মতো। সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে লাশটি দাফন করা হয়েছে।
তিনি জানান, আমরা মরদেহের পরিচয় ও কারণ শনাক্তের কাজ করছি।