ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৪, ৮:৪২:২৩ অপরাহ্ন
কীটনাশকের ব্যবহার কমিয়ে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস এবং নিরাপদ ফসল ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে ধানের সমন্বিত পোকামাকড় ব্যবস্থাপনা (আইপিএম) শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দশহাল গ্রামে কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর’র বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কীটতত্ত্ব বিভাগ, ব্রি: গাজীপুর এস ও তপন কুমার রায়ের পরিচালনায় ও কীটতত্ত্ব বিভাগ, ব্রি: গাজীপুর প্রধান, সিএসও (অতিরিক্ত দায়িত্ব) মো. মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কীটতত্ত্ব বিভাগ, ব্রি: পিএসও ড. মো নজমুল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পি এস ও কীটতত্ত্ব বিভাগ ড. এ বি এম আনোয়ার উদ্দিন, পি এস ও এবং প্রধান, ব্রি হবিগঞ্জ ড. হিরেন্দ্রনাথ বর্মন, এস ও এবং প্রধান, ব্রি স্যাটেলাইট স্টেশন সিলেট আবু নাঈম প্রমুখ। বিজ্ঞপ্তি