সাবেক কাউন্সিলার লায়েক আটক
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৪, ৯:৩০:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা ও উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন- শনিবার ঢাকায় সাবেক কাউন্সিলর লায়েককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার ১৩টি মামলা রয়েছে। গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়ায় তাকে পুলিশ পাহারায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হয়। এরপর তাকে ফের কোতোয়ালী থানায় আনা হয়। রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।