তেলিবাজারে মসজিদের ভিত্তি স্থাপন
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৪, ৬:১৬:০৫ অপরাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের তেলিবাজার বাইপাস পয়েন্টে রোববার সকাল সাড়ে এগারোটায় এলাকাবাসীর উদ্যোগে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দিন আহমদ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা ফখরুল ইসলাম খান, মুহাম্মদ আলী হোসাইন, আব্দুল বাসিত, আব্দুল হক, মিলাদ আহমদ এলাকার মুরব্বি আব্দুল মতিন, সোয়েব আহমদ, দিপলু মিয়া, রুবেল আহমদ নুরুল আমীন ও ইসলাম উদ্দিন প্রমূখ। বিজ্ঞপ্তি