লালাবাজারে দিলু মিয়া মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৪, ৮:২৮:৩০ অপরাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেছেন, শুধু ভালো ফলাফল করলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো ফলাফলের পাশাপাশি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাই দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
তিনি শনিবার সকালে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের শাহ সিকন্দরস্থ হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) কলেজিয়েট স্কুলে শিক্ষানুরাগী দিলু মিয়া মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় বৃত্তি পরীক্ষার প্রবর্তক ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) কলেজিয়েট স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডাঃ শাকিল আহমদ, শিক্ষানুরাগী ফালাকুজ্জামান চৌধুরী জগলু, লোকমান আহমদ, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফি, সমাজসেবী নাজির হোসেন, মামুন আহমদ, টেনু মিয়া, আব্দুস সালাম, মাসুম আহমদ, হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক, সহকারী শিক্ষক মোহাম্মদ মুয়াফিকুল ইসলাম, রাজিব কুমার দত্ত, নার্গিস বাহার চৌধুরী, তিন্নী দেবী, আলমগীর হোসেন, মামুন আহমদ চৌধুরী, শাহানারা বেগম, কলি বেগম, দীপ্ত দেব, মনতোষ সরকার, আজাদ আহমদ, আব্দুল মোজাক্কির মোহাম্মদ ফাহিম, লিপি রানী, বেদানা খানম, জোৎস্না বেগম, প্রতিমা রায়, সোমা বেগম, পলি বেগম, ইমা বেগম, শ্যামলি বেগম, মারজানা বেগম, লিপি বেগম, জুমা বেগম, হেপি নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি