হাসিমী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৪, ৮:৩৭:২৩ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারে ৩৬তম হাসিমী মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা শনিবার হাসিমী মডেল হাইস্কুল কেন্দ্র অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী এম.এ হাসিম এর ব্যক্তি উদ্যোগে হাসিমী ৩৬তম মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।
বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়, ১০নং কামাল বাজার ইউনিয়ন চেয়ারম্যান একরামুল হক, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মনাফ, ৩নং অলংকারী ইউনিয়ন চেয়ারম্যান লিটন আহমদ, হাসিমী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আতিকুল হক আব্দুল্লাহ, সহকারী শিক্ষক আখতার হোসেন, কামাল হোসেন, হেলাল আহমদ, তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজম আলী, লজ্জাতুন নেছা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী কুমার সাহা, হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খালেদ হোসেন মাহবুবুর রহমান, বোরহান হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি