শেষ হলো সিলেট বইমেলা
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৪, ৮:৪১:১৭ অপরাহ্ন
সিলেটে প্রকাশনাসংস্থা প্রথমার উদ্যোগে আয়োজিত দশ দিনব্যাপী সিলেট বইমেলা রোববার শেষ হয়েছে। নগরের আম্বরখানা এলাকার ইউনিমার্ট বিল্ডিংয়ের নিচতলায় প্রথমা বুক ক্যাফেতে এ বইমেলা অনুষ্ঠিত হয়। বইমেলার সমাপনী অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা পৌনে সাতটায়। অনুষ্ঠানে সিলেটের সাহিত্য-সংস্কৃতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন কবি ও গবেষক নৃপেন্দ্রলাল দাশ, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত অনুবাদক ও প্রাবন্ধিক সুরেশ রঞ্জন বসাক, ‘সিলেট মিরর’ সম্পাদক আহমেদ নূর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় পরিচালনা পরিষদের সদস্য শামসুল বাসিত শেরো এবং গবেষক, লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তাক আহমাদ দীন। সমাপনী বক্তব্য দেন প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ।
বক্তারা বলেন, প্রথমা বইমেলার আয়োজনের মাধ্যমে নতুন পাঠক সৃষ্টিতে ভূমিকা রাখবে। তবে বইমেলা শেষ হলেও সিলেটের পাঠকের রুচি ও পাঠাভ্যাস বাড়াতে প্রথমা বুক ক্যাফে সবসময় পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে।
প্রথমা বুক ক্যাফে সিলেটের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী কিম, কবি হিমাংশু রঞ্জন দাস ও কাসমির রেজা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হীরালাল গোপ, বাতিঘর সিলেটের ব্যবস্থাপক লিংকন দাশ, লেখক পার্থ প্রতীম নাথ, রিপন মিয়া ও দীপ্ত বৈষ্ণব, শিল্পী ইকবাল সাঁই প্রমুখ। বিজ্ঞপ্তি