গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় আহত ২
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৪, ৮:৫০:৩৩ অপরাহ্ন
গোয়াইনঘাটে প্রতিনিধি: গোয়াইনঘাটে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গোয়াইন-সারি সড়কের পুকাশ গ্রামের পাশে সন্ধ্যায় গোয়াইনঘাটগামী সিএনজি পুকাশ গ্রামের বাবুল (৫২) কে ধাক্কা দিয়ে আহত করে। একইসময় গোয়াইনঘাট সালুটিকর সড়কের পিরিজপুরে রাস্তা পারাপারের সময় অটোবাইক ও সিএনজির মধ্যখানে পড়ে নিশি (৫) নামের শিশু আহত হয়। এ সময় অটোবাইকের আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বাবুল ও নিশির অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেটে প্রেরণ করা হয়েছে।