কোম্পানীগঞ্জে কোসাস’র সাহিত্য আড্ডা
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৪, ৬:২৪:৫১ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সাহিত্যপ্রেমীদের নিয়ে সিলেটের কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য আড্ডা। কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদের আয়োজনে ধলাই নদীর তীরে অনুষ্ঠিত হয় এ আড্ডা। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত আড্ডায় কবিতা আবৃত্তি ছড়া ও গানে মেতে উঠেন সবাই। এসময় কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদের সদস্যরা স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ ও কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুলের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক এমরান আলীর সঞ্চালনায় সাহিত্য আড্ডায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পশ্চিম ইসলামপুর ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসান ডালিম, দুর্নীতি প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ এর আহ্বায়ক বজলুর রশীদ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ মানিক মিয়া, সাংবাদিক সোহরাব আহমদ ও পল্লী-চিকিৎসক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ এর সহসভাপতি এম এ এইচ শাহীন, কোষাধ্যক্ষ সোহেল আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক বদরুল মোহাম্মদ আলম, অনলাইন প্রেসক্লাবের সদস্য নাঈম মিয়া, আশরাফ উদ্দিন, শিল্পী দুঃখী হাসান, জৈন উদ্দিন, পাপ্পু আহমেদ, ব্যবসায়ী সাইদুর রহমান ও সিরাজ মিয়া প্রমুখ।