‘পানি লাগবো পানি’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৪, ৬:৪৮:৫৪ অপরাহ্ন
মদন মোহন বিশ^বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ লেঃ কর্ণেল (অব.) আতাউর রহমান পীর বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শহীদ মুগ্ধ স্মরণে ‘ইউএসএ বাংলা কর্তৃক প্রকাশিত স্মারক গ্রন্থ ‘পানি লাগবো পানি’ হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে। বড়রা যা পারেনি ছাত্ররা আন্দোলন করে আমাদের সবধরনের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ইতিহাস রচনা করেছে।
তিনি শনিবার সন্ধ্যায় ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের উদ্যোগে ফোরামের প্রতিষ্ঠাতা শাহ মোঃ সফিনূর সম্পাদিত ‘পানি লাগবো পানি’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ফোরামের সভাপতি লোক গবেষক আবু সালেহ আহমদের সভাপতিত্বে ও প্রভাষক মাসুদ করিমের সঞ্চালনায় নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাস প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদের সহকারী সম্পাদক নিজাম উদ্দীন সালেহ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসনের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমেদ ও লিডিং ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান ড. আব্দুল মজিদ মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কবি সাহেদবীন জাফর, কবি ছয়ফুল আলম পারুল, লেখক আবু সাঈদ রাউফী, মোঃ আব্দুল মোহিত, জয়নাল আবেদীন বেগ, মোঃ রেজাউল করিম, সৈয়দ নিয়াজ আহমদ, আদিল আহমদ, আল আমীন মোহাম্মদ শরীফ আহমদ, মোঃ ফাতাউর রহমান, সুকরানা বেগম, জায়েদ আহমদ, মোঃ ওমর ফারুক, ফয়সাল আহমেদ, কুবাদ বখত চৌধুরী রুবেল, জিয়াউর রহমান জিয়া, নোমান সাদী, মঞ্জিল আহমদ, আব্দুল আজিজ চৌধুরী, মোঃ সুয়েজ হোসেন, মকসুদ আহমদ লাল, মোঃ নূরুল ইসলাম বিশ্বাস ও আশরাফ হাছীন জারিফ প্রমুখ। বিজ্ঞপ্তি