ওসমানী বিমানবন্দরে অধিগ্রহণকৃত ভূমির টাকা প্রাপ্তির দাবিতে অবস্থান কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৫, ৬:১২:৩৬ অপরাহ্ন
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অধিগ্রহণকৃত ভূমির টাকা প্রাপ্তির দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছেন এলাকার ভুক্তভোগি জনতা। বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এ কর্মসূচী পালন করা হয়।
সিলেট সদর উপজেলার বিমানবন্দর এলাকাধীন লালবাগ, ধোপাগুল, আটকিয়ারী, চরচরিকান্দি, বড়শালা, ছালিয়া ও আঙ্গারুয়া গ্রাম সমূহের শতশত মানুষ দুপুরে এ কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীতে বক্তারা বলেন, ২০২০ সালে বিমানবন্দর সম্প্রসারণ ও রাস্তা নির্মাণের জন্য তাদের ভূমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ৫ বছর ধরে তাদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। ফলে তারা তাদের বাড়ি-ঘর সম্প্রসারণসহ ভূমির ক্রয় বিক্রয় থেকে সম্পূর্ণ বঞ্চিত রয়েছেন। অর্থাভাবে তাদের ছেলেমেয়েদের লেখাপড়া ও বিয়ে সাদী বন্ধ হয়ে গেছে। ইতোপূর্বে তারা আরো কয়েকবার সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের নিকট লিখিত আবেদন জানালেও তাদের দূর্ভোগ লাঘবে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন ধোপাগুল লতিফিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক মো: আব্দুল হালিম, সায়েস্তা মিয়া, ফিরোজ আলী, মন্তাজ আলী, কবির হোসেন, আব্দুল হাকিম ও আব্দুল নূর প্রমুখ।
অবস্থান কর্মসূচী শেষে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ অবস্থানকারীদের ডেকে নিয়ে তাদের বক্তব্য শুনেন এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে চলতি ফেব্রুয়ারি মাসের ভিতরেই বিষয়টি সুরাহার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি