সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভা
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৫, ৬:১৩:৪৬ অপরাহ্ন
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির এক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এসোসিয়েশনের অর্থ সম্পাদক মোঃ ফয়েজ উদ্দিন আহমদ।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কামাল উদ্দিন, ফয়েজ উদ্দিন আহমদ, সাজুওয়ান আহমদ, ইফতেখার আহমেদ, সুব্রত ধর বাপ্পি, আলী আফছার মোঃ ফাহিম, জন রাসু, মোঃ নাফিস জুবায়ের চৌধুরী, আনহার উদ্দিন, লুৎফুর রহমান, আকবর হোসেন-(আলি সিএনজি), সাব্বির আহমদ, আখতারুল ইসলাম, সাইমুল আলম সেতু, ফরহাদ আলী ইমন, হুরায়রা ইফতার হোসেন, আবুল কালাম ও হারুনুর রশিদ প্রমূখ।
সভাপতির এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী বলেন, আমাদের কয়েকটি যৌক্তিক দাবী মেনে নেয়ায় জালালাবাদ গ্যাস ও সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সিএনজি পাম্প খোলা রাখার সময় দুই ঘন্টা বৃদ্ধি সরকারের একটি ইতিবাচক সিদ্ধান্ত। মেয়াদোত্তীর্ণসহ সকল গ্যাস সিলিন্ডারগুলোতে টেস্ট না করে গ্যাস না নেয়ার জন্য চালকদের প্রতি এসোসিয়েশনের নেতৃবৃন্দ আহবান জানান। বিজ্ঞপ্তি