বিশ্বনাথে শ্রমিক কল্যাণের দ্বিবার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৫, ৮:০০:২২ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান বলেছেন, দেশকে ক্ষুধা, দারিদ্র, অপশাসন-দুঃশাসনমুক্ত শ্রমিকবান্ধব ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আমরা আর দুর্নীতি, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুপ্তহত্যা ও চাঁদাবাজির যুগে ফেরত যেতে চাই না। এ জন্য আমাদের বীর সন্তানরা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দেয়নি। দেশে ইসলামী শ্রমনীতি চালুর জন্য শ্রমিক সমাজকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার বাদ এশা বিশ্বনাথে রামপাশা বাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামপাশা ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।
রামপাশা ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা হাফিজ আব্দুল কাইয়ুমের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, জেলা শ্রমিক কল্যাণের সাবেক সহকারী সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, উপজেলা সভাপতি ও সাবেক মেম্বার হাবিবুর রহমান, ছাত্র নেতা রিয়াজ উদ্দিন, উপজেলা সহসভাপতি আব্দুল মজিদ ও ফরিদ আহমদ। উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুন নুর, শ্রমিকনেতা আরমান আলী, হোসাইন আহমদ, কুতুব উদ্দিন প্রমুখ।
উপজেলা আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য ইব্রাহিম খলিলকে সভাপতি এবং কুতুব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৯৫ সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবনা পেশ করে কন্ঠ ভোটের মাধ্যমে কমিটির অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি