সিলেট জেলা কৃষক দলের পরিচিতি সভা
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৫, ৬:২৪:৪৭ অপরাহ্ন
বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও কৃষক দল সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা আনিসুল হক বলেছেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের উন্নয়নের একমাত্র চাবিকাঠি কৃষি। এই কৃষি ছিল এক সময়ে উপেক্ষিত। বেশীরভাগ কৃষকরা না খেয়ে দিনাতিপাত করতেন। দেশের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচী ঘোষণা করেন। এরমধ্যে কৃষি ছিল অন্যতম। কৃষি ও কৃষকের উন্নয়নের নানা ধরনের পদক্ষেপ নেন তিনি। তিনিই ছিলেন বাংলার কৃষি ও কৃষকের উন্নয়নের একমাত্র পথ প্রদর্শক।
বৃহস্পতিবার সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা কৃষক দলের আহবায়ক ইকবাল আহমদ তাপাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুলের পরিচালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নবগঠিত আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক বাদশা আহমদ, যুগ্ম আহবায়ক এম জহুরুল ইসলাম মখর, মাহবুব আহমদ, এবিএম জাকারিয়া, এইচ এম খলিল, আলমগীর আলম, আলমাছ উদ্দিন চৌধুরী, মোক্তার আহমদ বকুল, মুহিব উদ্দিন বেলাল, আলতাফ হোসেন বিলাল, হিরণ মিয়া মেম্বার, মো. নানু মিয়া, জিয়া উদ্দিন জিয়া, সদস্য ফারুক আল মাহমুদ, হুমায়ুন আহমদ, আব্দুল গনি তজিবুর, শহীদ আহমদ, আল মামুন, ছইল মিয়া, আমিন চৌধুরী, মো. নূর আলী, দোলোয়ার হোসেন দিলু, খায়ের উদ্দিন, নুরুল আমিন নুরুল, সিরাজ মিয়া, মাহবুবুর রহমান, লুৎফুর রহমান, হেলাল উদ্দিন, হারুনুর রশীদ, আব্দুস শহীদ, আব্দুল বাছিত, এসএম মোজাম্মেল, নাহিদ হোসেন, রওশন খান, আজমল হোসেন, মুনিম আহমদ, তানভীর আহমদ, ইমরান হোসেন লিটন, বোরহান উদ্দিন, জাহাঙ্গীর আলম বাবুল, বোরহান উদ্দিন রণি, দুলাল আহমদ, জুবায়ের আহমদ শিমুল, ফারুক আহমদ, ফয়জুল ইসলাম ফজু, সাহেদ আহমদ মেম্বার, মোহাম্মদ আব্দুল আজিজ, আফজল হোসেন মেম্বার, সালমান আহমদ, গোলজার আহমদ, মো. দুলাল রেজা, খলিলুর রহমান লালু, কামরুজ্জামান মুকুল, ফরিদ উদ্দিন, আব্দুল মতিন, জামিল আহমদ, রেকল আহমদ ও ইউসুফ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি