বিএনপি নেতা মাহবুব চৌধুরীর লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৫, ৮:১৭:০২ অপরাহ্ন
শুক্রবার বাদ জুমআ’ সিলেট মহানগরীর খাসদবীর, সৈয়দ মুগনী, লেচুবাগানসহ বিভিন্ন এলাকায় সর্বস্তরের মানুষের হাতে বিএনপির ৩১ দফার লিফলেট তুলে দেন বিএনপি নেতা ও সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট পার্টি। তারা বাংলাদেশের জনগণের জন্য আসলে হুমকি। আওয়ামী লীগ সংবিধান পরিবর্তন করে ক্ষমতাকে কুক্ষিগত করে নেয়। এরপর তারা একের পর এক নির্বাচনকে আয়ত্তে নিয়ে জনগণের ভোটাধিকার হরণ করে। আমাদেরকে এমন একটি নতুন ধারার রাজনৈতিক ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা জনগণের কাছে আবার উল্লেখ করছি। জনগণের মনোভাব হচ্ছে তারা দ্রুত নির্বাচন চান, দেশকে স্থিতিশীল দেখতে চান।
এ কর্মসূচীতে আরো ছিলেন বিএনপি নেতা আনহার আহমদ, সৈয়দ আখতার আহমদ, রুবি বেগম ও দিপা বেগম প্রমূখ। বিজ্ঞপ্তি