নর্থ ইষ্ট মেডিকেল হাসপাতালে পিঠা উৎসব
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৫, ৮:২৫:২৬ অপরাহ্ন
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে পিঠা উৎসব সম্পন্ন হয়েছে। মঙ্গলবার এই উৎসবের উদ্বোধন করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজল মিয়া, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম, নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান অধ্যাপক ডাঃ হারুনুর রশীদ, নর্থ ইষ্ট মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ.এফ.এম. নাজমুল ইসলাম, নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের পরিচালক আবু আহমেদ সিদ্দিকি, অধ্যাপক ডাঃ উম্মে ফাহমিদা মালিক, উপ-পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ জসিম উদ্দিন, সহকারী পরিচালক ডাঃ ফাহমিদুর রহমানসহ নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও ডেন্টাল ইউনিটের শিক্ষক, চিকিৎসক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা নানা রকম ঐতিহ্যবাহী পিঠা তৈরি করে পরিবেশন করেন। উৎসবে শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনটি স্টল স্থাপন করা হয়, যেখানে দেশীয় ঐতিহ্যের নানান স্বাদের পিঠার আয়োজন করা হয়। স্টল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ২৭তম ব্যাচের রসকুঠির। দ্বিতীয় স্থান অধিকার করে বিডিএস-এর হিমহাওয়া এবং তৃতীয় স্থান অর্জন করে ২৩তম ব্যাচের পিঠা কথা। বিজ্ঞপ্তি