শ্রমিক কল্যাণ হাসপাতাল থানা পূর্বের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৫, ৮:২১:৪৬ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, দেশব্যাপী শীতের তীব্রতা বাড়ছে। সিলেটেও বাড়ছে শীত। এতে অসহায় হতদরিদ্র মানুষের দুঃখ-দুর্দশা বেড়ে চলেছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ ঠিকমত দুবেলা দুমুঠো ভাত খেতে পারছেনা। তারা শীত নিবারণ করবে কিভাবে। এসব শীতার্ত শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব।
তিনি বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আওতাধিন হাসপাতাল থানা পূর্ব শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
হাসপাতাল থানা পূর্ব সভাপতি মুহাম্মদ আল মোমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সদরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক মু. নজরুল ইসলাম মারুফ, সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাসপাতাল থানা পূর্বের সহ-সভাপতি কমর উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক আম্বিয়া হোসাইন, শিক্ষা সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মুন্সী আব্দুর রউফ, শ্রমিক নেতা এমদাদ হোসেন, সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান, মাহবুব আহমদ, মাসুম আহমদ, কবির আহমদ ও সালাহুদ্দীন প্রমূখ। বিজ্ঞপ্তি