সিলেট চেম্বারের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৫, ৬:০৩:০৩ অপরাহ্ন
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে শনিবার, সকালে চেম্বার বিল্ডিং এর সম্মুখে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস বলেন, সিলেট চেম্বার অব কমার্স ব্যবসায়ীদের সংগঠন। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা শীতার্তদের সহযোগিতার জন্য কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। তিনি সমাজের বিত্তশীলদের নিজ নিজ অবস্থান থেকে গরীব-দুঃখী মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান। এ কর্মসূচীর আওতায় প্রায় ৬০০ জন শীতার্ত ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ আব্দুস সামাদ, আমিনুর রহমান লিপন, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, সায়েম আহমদ, আরিফ হোসেন, মোঃ মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক ও চেম্বারের কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি