পাঠ্যাভ্যাসকে আনন্দঘন করতে খেলাধুলার বিকল্প নেই: মাওলানা হাবিবুর রহমান
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৫, ৭:০৩:৩৩ অপরাহ্ন
সিলেট আইডিয়াল মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন, পাঠ্যাভ্যাসকে আনন্দঘন করতে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি বলেন, আজকের শিশু জাতির ভবিষ্যত। তাদেরকে শারীরিক ও মানসিকভাবে গড়ে তুলতে হলে সুস্থ বিনোদন, সংস্কৃতি চর্চা ও গঠনমূলক কাজের মাধ্যমে গড়ে তুলতে হবে।তিনি বৃহস্পতিবার সিলেট আইডিয়াল মাদ্রাসার বার্ষিক ক্রীড়ার সমাপনী দিবসে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার কার্যবাস্তবায়ন কমিটির আহবায়ক জুবায়ের রকিব চৌধুরী, সিলেট আইডিয়াল মাদ্রাসার রেক্টর জাহেদুর রহমান চৌধুরী।
মাদরাসার প্রিন্সিপাল ড. এ এইচ এম সোলায়মান এর সভাপতিত্বে ও মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) মাওলানা আহমদ হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল খালিক, প্রভাষক মোঃ ফারুক মিয়া, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, আহমদ আল মাসুদ, প্রভাষক মোঃ আমিনুল বারী, মাওলানা আমির হোসাইন, মাওলানা হোসাইন আহমদ আহসান, মাওলানা হোসাইন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি