সাইক্লোনের লেখক সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২৯:৪০ অপরাহ্ন
‘আমাদেরকে মানবিকতায় উজ্জীবিত হতে হবে। আমরা যা-ই করি না কেন, আমাদের লক্ষ্য থাকতে হবে মানুষের কল্যাণ সাধন।’ সাইক্লোন কেন্দ্রীয় সংসদের লেখক সমাবেশে বক্তারা একথা বলেন।
সোমবার সন্ধ্যায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসরকক্ষে অনুষ্ঠিত সাইক্লোনের ৩০১তম সাহিত্য আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব টরেন্টোর সাবেক সভাপতি ছাদ চৌধুরী। সাইক্লোনের সাবেক সভাপতি জাবেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের কম্যুনিটি নেতা শাহজাহান চৌধুরী, সমাজসেবী আমিরুল কোরেশি এবং স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি সেলিম আউয়াল।
সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় আলোচনা অংশ নেন সাবেক সভাপতি মোয়াজ আফসার, একাত্তর টিভি’র সিনিয়র রিপোর্টার আবদুল মুহিত দিদার, সাইক্লোনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, ঔপন্যাসিক আলেয়া রহমান, কবি মাহফুজ জোহা, শাম্মী নাজ সিদ্দিকী, ওমর ফারুক ও কুবাদ বখত চৌধুরী রুবেল প্রমুখ। বিজ্ঞপ্তি