স্মৃতিতে ও শ্রদ্ধায় সৈয়দ আকমল হোসেন’ স্মারক গ্রন্থের প্রকাশনা
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২২:৫৩ অপরাহ্ন
বহু বীরের উৎসর্গে ঋদ্ধ উর্বর পলি মাটির এই বাংলা। ইতিহাসের বাঁকে বাঁকে বহু বীরের কাহিনী অকথিত থেকে গেছে। সেইসব বীরের বীরত্ব আর সংগ্রামের ভিত্তিতে দাঁড়িয়ে আজকের প্রজন্মের নিজেকে ফিরে দেখার সুযোগ এসেছে। ঐতিহ্য আর ত্যাগের প্রেরণায় অন্যায়, অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর এক মহীরুহ ছিলেন সৈয়দ আকমল হোসেন। জীবদ্দশায় ‘বিদ্রোহী সৈয়দ’ হিসেবে খ্যাত সৈয়দ আকমল হোসেন স্কুল জীবনেই রাজপথে নেমেছিলেন অনাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য। স্বাধীনতা, স্বাধিকার, ভাষার জন্য লড়াই থেকে শুরু করে গণমানুষের মুক্তির লড়াইয়ে জীবন উৎসর্গ করে গেছেন। সৈয়দ আকমল হোসেনের মতো সর্বত্যাগী মানুষের জীবনের চর্চার মধ্য দিয়ে সমাজ নিত্য আলোকিত হয়। তাদের জ্বালিয়ে যাওয়া দ্রোহের দেদীপ্যমান আলো আজও সমাজে জ্যোতি ছড়ায়।
শনিবার বিকাল ৩ টায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে আয়োজিত ‘স্মৃতিতে ও শ্রদ্ধায় সৈয়দ আকমল হোসেন’ স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সৈয়দ আকমল হোসেন স্মৃতি সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নজমুল হক নান্নু। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, ভাষা সৈনিক ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ মসউদ খান, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নবাব আলী আব্বাস খান।
নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিমের সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আকমল হোসেন স্মৃতি সংসদ সিলেটের উপদেষ্টা অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন স্মৃতি সংসদের উপদেষ্টা প্রকৌশলী মাহমুদুর রহমান চৌধুরী ওয়েস। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দ আকমল হোসেন স্মৃতি সংসদ, সিলেটের উপদেষ্টা সৈয়দ মুহিবুর রহমান।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি নজমুল হক নান্নু বলেন, গরীবের দরদী বন্ধু সৈয়দ আকমল হোসেনের জীবন থেকে বর্তমান প্রজন্মকে শিক্ষা নিতে হবে। সৎ, সত্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের শোষণ মুক্তির সংগ্রামই আমার শেষ কথা।
আরিফুল হক চৌধুরী বলেন, আজন্ম সংগ্রামী মাটি ও মানুষের নেতা সৈয়দ আকমল হোসেন। প্রকাশিত গ্রন্থ পাঠ করে আজকের প্রজন্ম ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ জানতে পারবে।
জননেতা মরহুম মাওলানা ভাষানীর ঘনিষ্ঠ সহচর সৈয়দ আকমল হোসেনের জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত ‘স্মৃতিতে ও শ্রদ্ধায় সৈয়দ আকমল হোসেন’ স্মারকগ্রন্থ সম্পাদনা করেছেন সাবেক ছাত্রনেতা প্রকৌশলী মাহমুদুর রহমান চৌধুরী (ওয়েস), সিলেট জেলা বারের সাবেক সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন এবং নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম। বিজ্ঞপ্তি