ছাত্রলীগ পুনর্বাসন বিতর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটি স্থগিত
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩৫:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বিপ্লবীদের বাদ দিয়ে ছাত্রলীগ সংশ্লিষ্ট ও ভুয়াদের সমন্বয়ে কমিটি গঠন বিতর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিতর্কে মুখে ঘোষণার একদিনের মাথায় কমিটি স্থগিত হলো। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এক ফেসবুক পোস্টে কমিটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব।
পোস্টে তিনি লিখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর কমিটিতে অনাকাঙ্খিত অনেক ভুল থাকায় পেজ থেকে কমিটি সরিয়ে নেওয়া হয়েছে। নির্দিষ্ট অভিযোগ থাকলে বিভাগীয় প্রতিনিধিদের জানানোর পরামর্শ দিয়ে গালিব জানান, সংশোধনের পর পুনরায় কমিটি প্রকাশ করা হবে।
এছাড়া সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় সিলেট ও সম্মিলিত মেডিকেল কলেজ সিলেটের কমিটি গঠনের কাজ চলমান বলে জানা গেছে। এই দুই ইউনিটে কাজ করতে আগ্রহীদের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন তিনি।
এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর কমিটি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। কমিটির আহ্বায়ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেলোয়ার হোসাইনকে দেওয়া পদ নিয়ে বেশি বিতর্ক দেখা যায়। এ নিয়ে মঙ্গলবার দৈনিক জালালাবাদে সংবাদ প্রকাশিত হয়। এ ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব দৈনিক জালালাবাদকে বলেন, কিছু ভুলের কারণে মহানগর কমিটি স্থগিত করা হয়েছে। পেইজ থেকেও সরিয়ে ফেলা হয়েছে। শীঘ্রই সংশোধন করে ফের কমিটি দেয়া হবে।