প্রতিবন্ধী ও দুঃস্থদের মধ্যে ইক্বরা’র ঈদ খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৫, ২:০৫:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ ইক্বরা ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আজ দুপুরে প্রতিবন্ধী ও দুঃস্থদের মধ্যে ঈদ খাদ্য বিতরণ করা হয়।
আজ ৩০ মার্চ দুপুরে ইক্বরা প্রতিবন্ধী শিশু হাসপাতালে ঈদ খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম।
ইক্বরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টার চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মুকতাবিস উন নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রহমানিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান খান, ইক্বরা ইন্টারন্যাশনাল এর পাবলিসিটি সেক্রেটারি সাংবাদিক মইনউদ্দিন মন্জু, ইক্বরা ইন্টারন্যাশনাল এর ভাইস চেয়ারম্যান এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম।
প্রধান অতিথি প্রতিবন্ধী ও দুঃস্থদের কল্যাণে ইক্বরা ইন্টারন্যাশনালের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে এই মহতি উদ্যোগে বিশেষভাবে যুক্তরাজ্য প্রবাসীদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।