৩টি ট্রাকসহ ৪৬৭ বস্তা চিনি জব্দ
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৫, ৫:৪৮:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর মালনীছড়া চা-বাগানের ভেতর থেকে ৩টি ট্রাকসহ ৪শ ৬৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। রোববার সকাল ৬টার দিকে চিনির বস্তাগুলো উদ্ধার করে তারা।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম জানান, সকাল ৬ টার দিকে কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী তিনটি ট্রাককে বড়শলা বাইপাস এলাকায় চেকপোস্টের সিগন্যাল অমান্য করে দ্রুত বেগে সিলেট শহরের দিকে চলে যেতে থাকে। পুলিশ ট্রাক গাড়িগুলোর পিছু ধাওয়া করলে চিনি ভর্তি ট্রাক তিনটি মালনীছড়া চা-বাগানের ভিতর রেখে চালকরা ও ট্রাকে থাকা লোকজন দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঐ তিন ট্রাক হতে ৪শ ৬৭ বস্তা অবৈধ ভারতীয় চিনি ছিল যার আনুমানিক মূল্য ২৭ লাখ ৪৫ হাজার ৯৬০ টাকা এবং চোরাচালান কাজে ব্যবহৃত ৩টি ট্রাক উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ বিষয়ে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।