শ্রীমঙ্গলে সংঘর্ষের ঘটনায় সাবেক মেয়র মহসিন মিয়ার জামিন
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৫, ৫:৫৬:৩৬ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় যৌথবাহিনীর হাতে আটক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধু জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজার জেলা কারাগার থেকে বের হলে স্থানীয় নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন এবং পরে তাদের নিয়ে শ্রীমঙ্গলস্থ নিজ বাসভবন মহসিন নিবাসে ফিরেন। এর আগে দুপুরে মৌলভীবাজার বিশেষ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন তার শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন।
গত ৩০ মার্চ রাতে যৌথবাহিনীর সদস্যরা সাবেক মেয়র মহসিন মিয়া মধু, ছেলে মুরাদ হোসেন সুমন, চাচাতো ভাই মো. সেলিম মিয়াসহ তাঁর পক্ষের ১৩ জনকে আটক করে। পরের দিন রোববার ওই সংঘর্ষের ঘটনায় গাড়ী ভাংচুর, আহত করা ও টাকা লুটের ঘটনায় আহত শ্রমিক নেতা সাগর ভূইয়ার মা আকলিমা বেগম বাদী হয়ে মহসিন মিয়া মধুসহ ১৬ জনের নামাল্লেখ করে ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় তাদের সবাইকে জেল হাজতে প্রেরণ করে।