রাস্তায় পড়ে থাকা আহত প্রতিবন্ধীর চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৫, ৯:২৩:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: মোটরসাইকেল চাপায় আহত হয়ে দু’দিন ধরে সড়কে পড়ে থাকা এক বাক শক্তিহীন মানসিক প্রতিবন্ধীর চিকিৎসা সেবায় এগিয়ে আসলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক।
শুক্রবার ও শনিবার দুদিন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নির্দেশে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেমের তদারকিতে নাম পরিচয়হীন আহত প্রতিবন্ধীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাহিরপুরের বাদাঘাটের ঘাগটিয়া চক বাজার সড়কের পাশে ঘুমিয়ে ছিল নাম পরিচয়হীন বাক প্রতিবন্ধী এক ব্যক্তি। এ সময় তিন আরোহী তার শরীরের উপর দিয়ে বেপরোয়া গতিতে মোটরবাইক চালিয়ে গেলে তার ঘাড়ের হাড় ভেঙে গুরুতর আহত হন। পরে মানসিক প্রতিবন্ধীকে স্থানীয় বাজারের পল্লী চিকিৎসক ব্যথানাশক ইনজেকশন দিলেও পরদিন শুক্রবার বিকেল ৪টা অবধি সড়কের পাশেই আহত অবস্থায় পড়ে ছিলেন ওই প্রতিবন্ধী। বিষয়টি নিয়ে এক সাংবাদিক ফেসবুকে পোস্ট করেন। ভিডিও চিত্রটি নজরে আসে সুনামগঞ্জ জেলা প্রশাসকেরও। এরপর তিনি স্বপ্রণোদিত হয়ে আহত প্রতিবন্ধীর চিকিসার উদ্যোগ নেন।