ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৫, ৯:২৯:৫৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ৩৪ কিলোমিটার অংশের মধ্যে প্রায় ১০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট দেখা দিয়েছে। সরাইল উপজেলার বেড়তলা থেকে সরাইল বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া মোড় হয়ে বাড়িউরা পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় রোববার বেলা দুইটা থেকে থেমে থেমে যানবাহন চলে।
সড়ক ও জনপথ বিভাগ, জেলা প্রশাসন এবং পুলিশ সূত্রে জানা গেছে, ভারতকে ট্রানজিট-সুবিধা দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫ হাজার ৭৯১ কোটি টাকা ব্যয়ে ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ককে ৪ লেনে উন্নীতকরণের কাজ চলছে। তবে এটি ধীরগতিতে চলছে। কাজটি করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। মহাসড়কের এক পাশের কাজ প্রায় হয়েছে। এই এক পাশ দিয়েই দীর্ঘদিন ধরে যানবাহন ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।
একই সূত্রে আরও জানা গেছে, বিশ্বরোড মোড়ের অব্যবস্থাপনা যানজটের অন্যতম প্রধান কারণ। এ মোড়ের পূর্ব পাশের সিএনজিচালিত অটোরিকশার জন্য নির্মিত বাইপাস সড়কটি ১৫-১৬ বছর ধরে প্রভাবশালী কয়েক ব্যক্তির দখলে আছে। তাঁরা এখানে শতাধিক দোকান নির্মাণ করে প্রতিটি দোকান থেকে দৈনিক ৪০০-৫০০ টাকা ভাড়া আদায় করছেন। প্রশাসন কখনোই এগুলো উচ্ছেদের উদ্যোগ নেয়নি। এছাড়া এ মোড়ের ওপর আছে সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। আছে ফুটপাতে অবৈধ টংদোকান। মহাসড়কের ওপর দীর্ঘদিন ধরে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। এসব কারণে বিশ্বরোড মোড়কে কেন্দ্র করে নিত্যযানজটের সৃষ্টি হয়ে আসছে। এখন ঈদফেরত মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের গতকালে যানজট ছড়িয়ে পড়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে তৎপরতা চালাচ্ছে। ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লাসহ জেলার যানবাহনের হাজারো চালক ও যাত্রীদের।
সংশ্লিষ্টরা জানান, যানবাহনের চাপ বেড়েছে। শুক্রবার থেকে পণ্যবাহী যানবাহন চলাচল শুরু করেছে। বিশ্বরোড মোড় গোলচত্বর থেকে এ যানজটের সৃষ্টি হয়েছে। চালকেরা যাঁর যাঁর মতো করে চলাচলের চেষ্টা করছেন। বিশ্বরোড মোড়ের পূর্ব পাশের বাইপাস সড়কটি খুলে দিতে পারলে মহাসড়কের ওপর থেকে সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ডটি সরে যেত। এতে যানজট কমে আসবে।