সাজাভোগ শেষে তামাবিল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি নাগরিক
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৫, ৯:০৬:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর ১৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বুধবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি) এর উপস্থিতিতে তাঁদেরকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. শামীম মিয়া জানান, এরা সবাই ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেন। সাজা শেষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবেদন করা হলে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদেরকে আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠায়।
ফিরে আসা ব্যক্তিরা হলেন—জামালপুর, কুড়িগ্রাম, শেরপুর, ফরিদপুর, নরসিংদী, রাজশাহী, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন থানার বাসিন্দা। তাঁদের মধ্যে রয়েছেন, জামালপুরের উমর ফারুখ (২৬), কুড়িগ্রামের হুমায়ুন কবির (২৬), শেরপুরের রাসেল মিয়া (২০), ফরিদপুরের সুজন মোল্লা (৩৬), নরসিংদীর ইউসুফ মিয়া (২৩), সাহেব আলী (২৩), মিজানুর রহমান (২৬), সোহেল রানা (২৫), আবু বক্কর (২৩), রাজশাহীর আব্দুল করিম (৪৫), শামীম (৩৭), হাবিবুল্লাহ (৩৪), নেত্রকোনার নাজির আহমেদ (৪০) ও ময়মনসিংহের বিপ্লব মিয়া (২২)।
এসআই শামীম আরও জানান, দেশে ফেরার পর ইমিগ্রেশন ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশের কারণে প্রতিবছরই অনেক বাংলাদেশি ভারতে আটক হয়ে কারাভোগ করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।