নর্থ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৫, ৯:৩৩:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নির্ধারিত সময়সীমার মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যেতে ব্যর্থ হওয়ায় সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সকল শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) এ এস এম কাসেম স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৭ (২) ও ১১ (২) ধারা অনুযায়ী নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ সাময়িক অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও শিক্ষা কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করেনি বিধায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ ধারা ১২ (১) অনুযায়ী নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিভাগকে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হলো।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর ১২ (১) ধারায় বলা আছে, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িক অনুমতি পত্রের মেয়াদের মধ্যে বা ক্ষেত্র মতে নবায়নকৃত সাময়িক অনুমতিপত্রের মেয়াদের মধ্যে সনদপত্রের জন্য আবেদন করতে ব্যর্থ হলে অথবা সনদপত্র প্রাপ্তির জন্য ধারা ৯ এর কোনো শর্ত পূরণে ব্যর্থ হলে, সাময়িক অনুমতিপত্র বা ক্ষেত্রমতে নবায়নকৃত সাময়িক অনুমতি পত্রের মেয়াদ অবসানের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও শিক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী জালালাবাদকে বলেন, আমরা স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার জন্য মন্ত্রণালয় ও ইউজিসির কাছে সময় চেয়েছি, আশা করি, তারা বিষয়টি মঞ্জুর করবেন।