ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৫, ৬:১৫:৪৯ অপরাহ্ন
‘সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ এর উদ্বোধন মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্যসচিব মোঃ নূর হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জুয়েল উদ্দিন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু, নাজিম উদ্দিন সাহান, ওয়াহিদ উমায়ের ও ইয়াহইয়া ফজল, ক্রীড়া সংগঠক আব্দুর রকিব, আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনি, ইউসুফ কবীর তুহিন, পারভেজ আহমদ ও অ্যাডভোকেট আজিম উদ্দিন, সিলেট ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি বদরুদ্দোজা বদর ও সাধারণ সম্পাদক এইচ. ইউ. দীপু, বিসিবি’র সিলেট জেলা কোচ মোঃ রানা মিয়া, ক্রিকেট আম্পায়ার মোঃ ইমরান আজাদ, সাংবাদিক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাংবাদিক এম সাইফুর রহমান তালুকদার প্রমুখ।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সিলেট জেলার প্রতিনিধিত্বকারী খেলোয়াড়বৃন্দ, সিলেট জেলা ও বিভাগীয় ক্রিকেট দলের এবং স্থানীয় ক্রিকেট লীগসমূহের খেলোয়াড়বৃন্দ ছয়টি (সুরমা গ্ল্যাডিয়েটর্স, কুশিয়ারা সুপার কিংস, পদ্মা প্লাটুন, মেঘনা সুপার জায়েন্টস্, যমুনা ওয়ারিয়র্স, বাসিয়া টাইটানস্) দলে বিভক্ত হয়ে উক্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। কুশিয়ারা সুপার কিংস বনাম পদ্মা প্লাটুন দলের মধ্যকার উদ্বোধনী ম্যাচে পদ্মা প্লাটুন ৩ উইকেটে কুশিয়ারা সুপার কিংসকে হারিয়ে বিজয়ী হয়। উক্ত ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন পদ্মা প্লাটুন দলের অধিনায়ক ও জাতীয় ক্রিকেটার আবু জাহেদ রাহী (১৮ রান এবং ০৫-০০-২৫-০৩)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।
আজকের খেলা: বাসিয়া টাইটানস্ ক্রিকেট দল বনাম সুরম গ্ল্যাডিয়েটর্স ক্রিকেট দল (সকাল ০৯.৩০ টা, সিলেট জেলা স্টেডিয়াম)। যমুনা ওয়ারিয়র্স ক্রিকেট দল বনাম মেঘনা সুপার জায়েন্টস্ ক্রিকেট দল (বেলা ০১.৩০ টা, সিলেট জেলা স্টেডিয়াম) বিজ্ঞপ্তি