জৈন্তায় চা-বাগান ইজারা বাতিল দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৫, ৮:২৯:২৫ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি :
জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের অন্তর্গত পাঁচটি মৌজার অকৃষি সরকারি খাস জমি দি-মেঘালয় টি এস্টেট নামীয় ইজারা বাতিলকরণ ও জমিতে বসবাসরত ভূমিহীনদের বসতবাড়ী রক্ষা করার দাবী জানিয়ে এলাকাবাসী আয়োজিত এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলার চারিকাটা ইউনিয়নের ৫ টি মৌজার অন্তত ২ হাজার ৩শত পরিবারের ভোগ-দখলীয় জায়গার অন্তর্ভূক্ত ভূমিতে দি মেঘালয় টি এষ্টেট চা-বাগানের নামে লীজ দেওয়া ভূমির ইজারা বাতিল করত: ভূমিহীনদের বসতবাড়ী রক্ষা ও স্থানীয়দের মধ্যে স্থায়ী ভাবে জায়গা বন্দোবস্ত প্রদান এবং সীমানা নির্ধারণ কার্যক্রম বন্ধের দাবীতে স্থানীয় চারিকাটা এলাকাবাসি আয়োজিত এই প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার দুপুর ২টায় চতুল-চারিকাটা লালাখাল-রাস্তার ভিত্রিখেল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ।
এতে বক্তব্য রাখেন চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বিলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার সাবেক আমীর মাওলানা নাজমুল ইসলাম, ইউপি সদস্য হাফিজ জালাল উদ্দিন, মাওলানা কামাল আহমদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।
এদিকে দি-মেঘালয় টি এষ্টেট নামীয় জমির সীমানা নির্দারণ কার্যক্রম বন্ধ রাখতে সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সিলেট জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে পৃথকভাবে লিখিত আবেদন করা হয়েছে।